বসন্তের শেষে ফের বৃষ্টির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। বুধবার আংশিক মেঘলা আকাশ। পশ্চিমি ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। বুধবার থেকে পশ্চিমি জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও। পাশাপাশি জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। অন্যদিকে এবার ধীরে ধীরে বাড়ছে শুরু করেছে তাপমাএা। তবে সূএের খবর, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিনবঙ্গে তুলনামূলক কম গরম পড়তে পারে।