May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বসন্তের শেষে ঝড়ের পূর্বাভাস রাজ্যে

বসন্তের শেষে ঝড়ের পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দমকা ঝড়ো হাওয়া বইবে চলতি সপ্তাহে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতেই বৃষ্টি রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে। এর জেরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।