September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বলেই বিপদ, ঝলসে গেল তিন শিশু

বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি। বিস্ফোরণে জখম হল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরিফ এলাকার তিন শিশু। বর্তমানে চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন তারা। সূত্রের খবর, মঙ্গলবার ওই এলাকারই একটি বাড়ির পিছন দিকে খেলছিল তারা। সেই সময় আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। তৎক্ষনাৎ স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আগুনে ঝলসে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে ওই তিন শিশু। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। জনবসতিপূর্ণ ওই এলাকায় বোমা কি করে এল তার তদন্ত করছে তদন্তকারি দল।