নিজেস্ব প্রতিনিধি, শালবনীঃ রবীন্দ্রনাথের জন্মদিন এবার অনাড়ম্বর হলেও, কবিগুরুকে স্মরন করে ও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য শনিবার শালবনী হাসপাতালের ওয়েটিং হলে রক্তদান শিবিরের আয়োজন করে শালবনী সৃষ্টি সোসাইটি ও তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি। উদ্যোক্তাদের তরফে সন্দীপ সিংহ জানান, করোনা আতঙ্কে মানুষ গৃহবন্দী,এই সময় মাইক্রো রক্তদান শিবিরের অনুমতি পেতেই তারা ৩১ জন রক্তদাতাকে নিয়ে এই শিবির করেন।
তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে তন্ময় সিংহ জানান, সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের আহ্বানে ও সৃষ্টি সোসাইটির সহায়তায় সমস্ত রকম সোস্যাল ডিসস্ট্যানসিং মেনে শনিবার রক্তদান শিবিরের আয়োজন হয়। সকলেই স্যানিটাইজিং বিধি পালন করে রক্ত দেয়। সৃষ্টি সোসাইটির তরফে অতনু সিংহ ও কাঞ্চন ডাঙ্গর বলেন তারা সমস্ত দাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনীর বিডিও সঞ্জয় মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, বিশিষ্ট সমাজসেবী অসিত ঘোষ ও শিক্ষক সংগঠনের তরফে জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র চোঙদার, অমিত মারিক, সুগন্ধ লাহা ও অজয় মাহাত৷ এছাড়াও সংগঠনের তরফে উপস্থিত ছিলেন কুনাল কান্তি শীট,চয়ন ঘোষ,অভিজিত চালক, আকিঞ্চন রাণা, সুপ্রিয় ভুইয়া,বিবেকানন্দ ঘোস, সঞ্জয় আচার্য্য, শুভেন্দু ধল, আশীষ পান, তাপস রায়,শম্ভু জানা, সুমন সরকার,সৌমিত্র মাহাত, আশীষ সিং প্রমুখেরা। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শালবনী হাসপাতালের স্টাফেদের অনেকেই রক্ত দেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন।