June 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বনগাঁয় মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): গত সোমবার থেকে খুলে গেছে লাইসেন্সপ্রাপ্ত সমস্ত মদের দোকান। লকডাউনের মাঝেও মদের দোকান খোলায় সুরপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা অগণিত মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেছে স্রেফ এক বোতল মদের জন্য। একইভাবে বনগাঁ শহরের মদের দোকান গুলিতেও উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। লকডাউন উপেক্ষা করেই প্রতিদিন মদ কিনতে লাইনে দাঁড়াচ্ছে হাজার হাজার মানুষ।

       করোনা আবহে সংক্রমনের আশঙ্কায় মদের দোকান বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। বৃহস্পতিবার বনগাঁ মতিগঞ্জ এলাকায় মদের দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মদের দোকান খোলার পর থেকেই অসংখ্য বাইরের লোক এলাকায় জমায়েত করছে। সামাজিক দূরত্বের বালাই নেই। তাই ছড়াতে পারে করোনা সংক্রমণ। একইসাথে নষ্ট হচ্ছে এলাকার সুষ্ঠু পরিবেশ। সেজন্য অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।