মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : করোনা ভাইরাসের মারণ ছোবলে জমায়েত করে রাজনৈতিক কর্মকান্ড বন্ধ। শাসক দল প্রাধান্য দিয়েছে দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে। এই পরিস্থিতিতে বিরোধীরা যখন সরকারের সমালোচনায় মুখর,তখন বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু কর্মসূচিকে সামনে রেখে একপ্রকার নিঃশব্দে-এলাকার অসহায় মানুষদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন।
আইএনটিটিইউসি সমর্থিত বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়নের নেতা নারায়ণ ঘোষের নেতৃত্বে বনগাঁ ১২ -র পল্লী স্পোর্টিং ক্লাব এলাকায় রীতিমতো রান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্না করা খাবার কর্মীরা টোটো, মোটর বাইকে চেপে পৌর ও পঞ্চায়েত এলাকার নিরন্ন মানুষের দোরে দোরে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন।উদ্যোক্তাদের কথায়, প্রতিদিন প্রায় ১৫০০ জন অসহায় মানুষ এই ভাবে উপকৃত হচ্ছেন। শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বনগাঁর সাধারন মানুষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে লক ডাউনে টানা এক সপ্তাহ এভাবেই মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে।