মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (গাইঘাটা): রবিবার আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগণা যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। একই ভাবে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে আটকে হেনস্থা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
বিজেপি সাংসদ শান্তনুর অভিযোগ, রবিবার বিকেলে বনগাঁ লোকসভার অন্তর্গত চাঁদপাড়া দেবীপুর এলাকায় আমফান সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে তিনি ও তাঁর দুই নিরাপত্তারক্ষী সামাজিক দূরত্ব মেনে পৃথক পৃথক বাইকে চেপে দেখা করতে যান। সেখানে কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করে তিনি বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার ও গাইঘাটা থানার ওসি লিটন রক্ষিত বিশাল পুলিশ ফোর্স ও র্যাফ নিয়ে তাঁর পথ আটকে হেনস্থা করেন। যদিও লকডাউনে সঠিক সামাজিক দূরত্ব না মেনে চলাফেরার জন্যই সাংসদের পথ আটকানো হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।