May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বড় পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড় পর্দায় আনতে চলেছে পরিচালক শুভ্রজিৎ মিত্র | সমাজ মাধ্যমের পাতায় এই সুখবর ভাগ করে নিলেন পর্দার প্রফুল্ল অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | চলতি বছরই শুরু হচ্ছে শুটিং | ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দেবী চৌধুরানী মশান পোস্টার |

শনিবার instagram একাধিক ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি শেয়ার করে লিখেন, “দেবী চৌধুরানী পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক মঞ্চে ২০২৩ সালের গান ফিল্ম ফেস্টিভাল এ” |