মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গে। সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা দেখা গিয়েছে। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত হয়নি। এদিন দক্ষিণবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে।