December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বইমেলায় বিশ্ব হিন্দু স্টলের সামনে হনুমান চাল্লিশা বিতরনে বাঁধা দেওয়ার অভিযোগে উত্তেজনা

বইমেলায় বিশ্ব হিন্দু স্টলের সামনে হনুমান চাল্লিশা বিতরনে বাঁধা দেওয়ার অভিযোগে উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলা। হনুমান চাল্লিশা বিতরন করায় পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের স্টলের সামনে সিএএ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বইমেলা। সূএের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এরপর ওই দিন সন্ধ্যায় বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে বেশ কয়েকজন এক মহিলা পুলিশকর্মীর উপর হামলা চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর রবিবার বইমেলায় বাড়ানো হয়েছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তাতেও বিকেলের পর থেকে ওই স্টল থেকে বইমেলায় আগতদের হনুমান চালিশা বিলি করা হচ্ছিল। অভিযোগ, তাতে বাধা দেয় পুলিশ। তার জেরে ফের শুরু হয় উত্তেজনা।