
TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
বাড়িতে শুটআউট, ফোনে লাগাতার হুমকির সামনেও মাথা নত করতে নারাজ ভাইজান। তাই তো সাফ জানিয়ে দিয়েছিলেন, বিষ্ণোই গ্যাংকে ভয় পেয়ে বাড়িতে বসে থাকবেন না। আগের মতোই সমস্ত কাজ করবেন। আর রবিবার দুবাই থেকে ফেরার পরও সেই একই মেজাজে দেখা গেল সল্লু মিঞাকে।
Y ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে বিমানবন্দরের অন্দরে প্রবেশ করতে দেখা যায় ভাইজানকে। দুবাইয়ের এক ইভেন্টে যোগ দেন তিনি। সেখানে আবার সঞ্জয় দত্তের ১৪ বছরের ছেলে শাহরন দত্তের সঙ্গেও দেখা হয় তাঁর। দুজনে খানিকক্ষণ গল্পগুজবও করেন। এর পর রবিবার সকালে দুবাই থেকে দেশে ফেরেন তিনি। পর পর খুনের হুমকি। বাড়িতে হামলার ঘটনার মাঝেই গত শুক্রবার মুম্বই ছেড়ে দুবাই পাড়ি দেন সলমন |
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
শুটিং করতে গিয়ে হাটুতে চোট পেয়েছেন হৃত্বিক রোশন
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট