April 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফেসবুকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার ইঙ্গিত, শনিবার বৈঠকের পর চ্যম্পিয়ান ঘোষনা হতে পারে

লীগের চার ম্যাচ বাকি থাকতেই থাকলেও সপ্তাহ শেষে শনিবারের বৈঠকের পর মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে। শুক্রবার রাতে আই লিগের ফেসবুক পেজে মোহনবাগান সমর্থকদের উল্লাদের ভারত সেরা মোহনবাগান লেখা ছবিটি কভার পেজে দেওয়া হয়। শুক্রবার রাতের অফিশিয়ালি ফেসবুকের পেজে ছবি পরিবর্তন এবং শনিবারে বৈঠকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এবার মোহনবাগানের চ্যাম্পিয়ন খেতাব পাওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রথম দফায় ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকায় আইলিগ ম্যাচ পিছিয়ে যায়। এরপর দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন শুরু হয়। এই পরিস্থিতিতে শনিবার ফেডারেশনের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। আর কোন ভাবেই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। ফলে লীগের সমাপ্তি এবং ফল ঘোষণার জন্য শনিবার ফেডারেশনের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। শনিবারের বৈঠকের পর সেখানে সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের দাবি ম্যাচ অসমাপ্ত থাকা সত্বেও কিভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তাদের দাবি ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সে ক্ষেত্রে তাদের দাবি, মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে ইস্টবেঙ্গলকে রানার্স ঘোষণা করতে হবে অন্যদিকে ১৬ ম্যাচে ৩৯ পেয়ে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান।