July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের ২০০০-এর বেশি মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে, থামানো যাচ্ছে না মৃত্যু-মিছিলকে


গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে তাতে শত চেষ্টা করেও প্রতিহত করা যাচ্ছে না এই ভাইরাসকে। এই মারন ভাইরাসের দাপটে প্রতিনিয়ত বলি হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এখনো পর্যন্ত মৃত্যুর দিক থেকে তালিকায় সবথেকে শীর্ষে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে আরো দুই হাজারের বেশি মানুষের। বর্তমানে সেখানে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার। পাশাপাশি আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষের বেশি।

গোটা বিশ্ব জুড়ে যত মানুষ মারা গিয়েছে তার চার ভাগের এক ভাগ মারা গিয়েছে শুধুমাত্র আমেরিকায়। শত চেষ্টা করেও কোনো ভাবেই থামানো যাচ্ছে না এই মৃত্যু-মিছিলকে। আমেরিকার পরে তালিকায় রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন এই সকল দেশের মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে আমেরিকার মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা নিউ ইয়র্কে। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৮ হাজারের বেশি মানুষের। একই সাথে ফ্রান্স, জার্মানির, ব্রিটেন প্রতিটি দেশের মৃত্যুর সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়ে গিয়েছে।