May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ফের রেশন দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ফের রেশন দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে অভিযোগ তপন রেরা নামে ঐ রেশন ডিলার শনিবার রেশনের চাল সাধারণ মানুষের কাছে বন্টন করার সময় দেখতে পান ঐ চাল খুব নিম্নমানের এবং চালের মধ্যে রয়েছে মৃত আরশোলার বৃষ্টা, সিমেন্টের গুডো, এবং অজস্র চালের পোকা তাই দেখে রেশন গ্রাহকেরা বিক্ষোভ দেখান এবং জেলা খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খানকে ফোন মারফৎ খবর দেন এবং খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ফোন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন এবং রেশন ডিলার খাদ্য কর্মাধ্যক্ষের কছে অভিযোগ করেন আজ সকালে রাইস গোড়াউন থেকে যে ৪৮ বস্তা চাল এসেছে ঐ সমস্ত চাল অত্যন্ত নিম্নমানের। এরপর খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ঐ রাইস মিলের মালিকে ফোন করেন এবং অবিলম্বে সমস্ত নিম্ন মানের চাল ঐ ডলারের কাছ থেকে নিয়ে গেয়ে নতুন চাল পাঠানোর নির্দেশ দেন । এবং ভবিষ্যতে আর যেন এই ধরনের ভুল না করেন তার জন্য ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে সাবধান করেন এবং ভবিষ্যতে এই ভুল হলে তিনি কঠোরতম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে।