মঙ্গলবার থেকে নতুন করে আবার রাজ্যে প্রবেশ করল শীত। ফলে বেশ জাঁকিয়েই ঠাণ্ডা পড়তে শুরু করেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। বুধবার পর্যন্ত চলবে এই শীতের আমেজ। সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ গোটা রাজ্য জুড়ে যেমন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, ফলে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানা যাচ্ছে। তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।