July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের রাজ্যে শীতের প্রবেশ

মঙ্গলবার থেকে নতুন করে আবার রাজ্যে প্রবেশ করল শীত। ফলে বেশ জাঁকিয়েই ঠাণ্ডা পড়তে শুরু করেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। বুধবার পর্যন্ত চলবে এই শীতের আমেজ। সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ গোটা রাজ্য জুড়ে যেমন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, ফলে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানা যাচ্ছে। তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।