September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রাজ্যপালের

সোমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়-এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র বৈঠকের সম্ভবনা । সোমবার বেলা ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত চলার কথা এই বৈঠক। মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন বলেই জানা গেছে। সূত্রের খবর, রাজভবন ও রাজ্যের সংঘাত ও মৈত্রীর মধ্যেই বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল রাজ্যের ভাষণ পড়েন। তারপর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফের সংঘাতের আবহের মধ্যেই মুখ্যমন্ত্রীর সাথে এই বৈঠকের যথেষ্ট দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। তবে বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। উল্লেখ্য, দায়িত্ত্বে আসার পরই রাজ্যপাল শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের ডাক দেন, সেই থেকেই সংঘাতের সূত্রপাত শুরু হয় তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর। এরপর একের পর এক ঘটনায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্কের ক্রমশই অবনতি হয়েছে। তবে শেষ পর্যন্ত ওই বৈঠক আদৌ হবে রাজনৈতিক মহল তা জানার অপেক্ষায়।