বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ পাঁচ। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার মৌলভীবাজার শহরের ‘পিংকি সু-স্টোর’ নামের একটি জুতোর দোকানে। মৃতদের নাম মালিক সুভাষ রায় (৬৫), প্রিয়া রায়(১৯), মনা রায় (৫৪), দিপ্তী রায় (৪৮), বৈশাখী রায়ও (৩)। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ গ্যাসের পাইপলাইন থেকে আগুন লেগে যায় ওই দোকানে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকলে। ৫টি ইঞ্জিন দ্বারা আগুন নিয়ন্ত্রনে আসে। ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।