January 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের ভারতে করোনায় বলি ফিলিপিন্সের নাগরিক

করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হল ভারতে। তবে ইনি ভারতীয় নন, ফিলিপিন্সের নাগরিক বলে জানা গিয়েছে। এই নিয়ে এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জনের মৃত্যু হল। সূত্রের খবর, ৬৮ বছরের এই ফিলিপিন্সের বাসিন্দার করোনাভাইরাসের প্রাথমিক রিপোর্ট পজিটিভ আসে। গত ১৩ মার্চ শারীরিক অসুস্থার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইরে কস্তুরবা হাসপাতালে প্রথম ভর্তি হন তিনি। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসাপাতালে ওই বিদেশিকে স্থানান্তরিত করা হয়। এছাড়া ডায়াবিটিয় ও অ্যাসথমার সমস্যা ছিল তাঁর। রবিবার রাতেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, করোনা যুদ্ধে নয়া অস্ত্রপ্রয়োগ শুরু সোমবার থেকে। দেশের ৭৫ জেলায় শুরু হচ্ছে লকডাউন। সোমবার ৪টে থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন। বন্ধ ট্রেন পরিষেবা-সহ গণপরিবহণ। তবে এই সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় পরিষেবা, যেমন – বাজার, ওষুধপত্র, দুধ, জল সবই মিলবে। খোলা থাকবে হাসপাতাল, মিলবে অন্যান্য স্বাস্থ্য পরিষেবাও। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ৯জন। আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে। এরাজ্যে ৭ জনের শরীরে মিলেছে COVID-19’র জীবাণু।