রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷ এক কথায় করোনা আতঙ্কিত গোটা বিশ্ব ৷এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই ব্যক্তি৷ তারা দুজনেই বেলেঘাটা আইডি তে চিকিৎসাধীন রয়েছেন৷ এর পাশাপাশি ইতিমধ্যেই করোনা আক্রান্তে হয়েছে মৃত্যু হয়েছে দমদমের এক বাসিন্দার৷ তবে জানা গিয়েছে নতুন করে যে দুজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে তারা দুজনেই দেশের বাইরে থেকে কলকাতায় এসেছেন৷ তাদের মধ্যে একজন লন্ডন ফেরত ও অন্যজন মিশর থেকে কলকাতায় এসেছেন বলেই জানা যায়৷ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে রাজ্যের একাধিক শহর ইতিমধ্যেই লকডাউন করে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার থেকে মহানগরের রাস্তায় কুড়িটি জেট স্প্রে গাড়ি দিয়ে জীবানুনাশক রাসায়নিক জল ছড়ানো শুরু হয়। সূত্রের খবর সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়ে এই ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমিয়ে এনেছে চীন৷ এবার সেই দিকে নজর রেখেই পৌরসভার কর্মীরা করোনা সংক্রামিত হতে পারে,এমন সন্দেহে চিহ্নিত বহুতলের বিভিন্ন ফ্লোরে ওই রাসায়নিক বিশেষ ধরনের ফগিংমেশিন দিয়ে স্প্রে করে ভাইরাস ধ্বংস করবেন বলে জানা গিয়েছেI