October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের দুস্থদের সাহায্যে এগিয়ে এল রেল

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে রীতিমতো বিপাকে পড়েছে লক্ষ লক্ষ দুস্থ মানুষ। গরিব দুস্থদের সাহায্যে ফের এগিয়ে এল রেল। তাঁদের মুখে খাবার তুইলে দিটে বিভিন্ন রাজ্যের সঙ্গে একত্র হতে চায় সেই আবেদনই করা হয়েছে। সূত্রের খবর, পরিকাঠামো উপযুক্ত থাকায় দৈনিক আইআরসিটিসি আরও আড়াই লক্ষ মিল বেশি তৈরি করতে পারবে। বিভিন্ন রাজ্যে প্রত্যন্ত প্রান্তে বহু মানুষ খাবার পাচ্ছে না। এবার তাদেরও সহযোগিতা করতে চায় রেল। বণ্টনের দায়িত্ব সেই সব রাজ্যের সংস্থাগুলিকেই নিতে হবে। মিল প্রতি পনেরো টাকা দিতে হবে রাজ্যকে। এবং সেই টাকা যখন পারবে দেবে রাজ্য। এজন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছে রেল।