February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে

ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে৷ রবিবার রাতে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ চলছিল বিশ্ববিদ্যালয়ের বাইরে, ৫ নম্বর ফটকের কাছে। হঠাৎই সেখানে লাল স্কুটিতে চেপে হাজির হয় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ এরপর তারা শূন্যে গুলি চালিয়ে, পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ তবে তাদের গুলিতে কেউ আঘাত না পেলেও ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু এলাকাসীরা। সেই সুযোগে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত দুমাস ধরে সিএএ বিরোধী আন্দোলন চলছে রাজধানীতে। তারমধ্যে বেশ কয়েকদিন ধরে আন্দোলন স্থলে গুলি চালানোর ঘটনা শোনা যাচ্ছে।