December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের গঙ্গাসাগর কচুবেড়িয়া নিকট বাংলাদেশি জাহাজ ডুবি

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার বিকাল 3:20 মিনিটে সাগরের কচুবেড়িয়া ঘাটের কাছে মুড়িগঙ্গা নদীতে ইলেকট্রিক টাওয়ারে একটি বাংলাদেশি জাহাজ ধাক্কা মারে। জানা যায় যে জাহাজটি খিদিরপুর থেকে আসছিল,আসার সময় হঠাৎ কচুবেরিয়ার কাছে ইলেক্ট্রিক tower এ ধাক্কা মারে।ওই সময় কচুবেরিয়া ঘাটে সাগর থানার ডিউটিরত পুলিশের নজরে আসে।তৎক্ষণাৎ বিষয়টি সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকে জানায়।ভারপ্রাপ্ত আধিকারিকের তৎক্ষণাৎ নির্দেশে দ্রুত ডিউটিরত পুলিশ কচুবেরিয়া ঘাট থেকে একটি নৌকা নিয়ে ঘটনাস্থলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে যায়। উদ্ধার করে বার্জে নাবিকসহ ১০জনকে এবং নিয়ে আসা হয় কচুবেরিয়া ঘাটে।কিছুক্ষন পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের কিছু খাবারের ব্যবস্থা করা ।পরে তাদেরকে সাগর গ্রামীন হাসপাতালে Medical Checkup করিয়ে গঙ্গাসাগরের সরকারি Quarantine Centre এ রাখা হয়েছে ১৪ দিনের জন্য।
বর্তমান পরিস্থিতিতে এই রকম একটি অতি মানবিক সহযোগিতার জন্য আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই।