October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে প্রাণ হারাল এক যুবক

ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে প্রাণ হারাল এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে, সুন্দরবনের ঝড়খালির জঙ্গলে। সূত্রের খবর, এদিন বাবা দাদার সাথে ডিঙি করে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি তিন নম্বরের বাসিন্দা বরুণ বালা। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। নৌকো থেকে জাল ফেলে মাছ ধরার সময়ই আচমকা পিছন থেকে ঝাঁপ মারে বাঘ। মৃতের বাবা জানিয়েছেন, ” অন্যান্যদিনের মতোই এদিন জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলাম। আমি নৌকোর কাছে ছিলাম, ছোট ছেলে ও বড় ছেলে দুজনেই দু’পারে জাল ফেলেছিল। হঠাৎ একটা শব্দ শুনতে পাই। পিছন ফিরতেই দেখি ছোট ছেলেকে মুখে করে নিয়ে যাচ্ছে বাঘ। বাঘের মুখ থেকে ছেলেকে পেতে দাঁ হাতে নিয়ে ঝাঁপ দিই জলে। বাঘের সঙ্গে লড়াই করে আমরা বরুণকে ছাড়িয়া নিয়ে আসি। কিন্তু ততক্ষনে ওর ঘাড়ে-পিঠে একাধিক জায়গায় দাঁত বসিয়ে দিয়েছে বাঘ। নদীর নোনাজল লাল হয়ে যাচ্ছে রক্তে। রক্তক্ষরণ বন্ধ করতে ছেলেকে নৌকোয় তুলে গামছা দিয়ে বেঁধে দিই গলার কাছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। “