September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের করোনার হানা চীনের ইউহানে, নতুন করে আক্রান্ত আরও ৫


ফের করোনা ভাইরাস থাবা বসাচ্ছে চীনের ইউহানে। গত ১৩ এপ্রিলের পর চীনের ইউহান থেকে নতুন করে করোনা আক্রান্তের খবর শোনা যায়নি। চীনের পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসলে গত ৮ এপ্রিল লকডাউন উঠে যায়। আস্তে আস্তে স্বাভাবিকের দিকে এগোচ্ছিল চীনের পরিস্থিতি।

কিন্তু এরই মাঝে ফের থাবা বসালো করোনা ভাইরাস। সোমবার নতুন করে ৫জন আক্রান্ত হয়। জানা গিয়েছে তারা সকলেই একই আবাসনের বাসিন্দা। এর আগে শুলান শহরেও গত শনিবার নতুন করে ১১ জন আক্রান্ত হন৷ তারপর সেখানে গের লকডাউন শুরু হয়ে বলে সূএের খবর। এখনও পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সাথে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের। সোমবার ইউহানে আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন বেড়েছে শি জিনপিং প্রশাসনের।