এবার একইসঙ্গে একই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেব কে | মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হলো সেই ছবির শুটিং | ছবিতে বাবা ও ছেলের চরিত্র অভিনয় করছে মিঠুন চক্রবর্তী ও দেব |
মিঠুন চক্রবর্তী ও দেবের পাশাপাশি শুটিংয়ে হাজির ছিলেন খরাজ মুখোপাধ্যায় | ছবিতে রয়েছে মিষ্টি এক হিরোইন |
মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এটি একটি সুন্দর মিষ্টি গল্প | এতে রোমাঞ্চ ও দুঃখ আছে | বাবা ছেলের সম্পর্ক অসাধারণ | তার সঙ্গে মধুর লাইন আপ রোমান্স রয়েছে |
More Stories
শ্রীময়ীর তত্ত্বাবধানে কাঞ্চনের বাড়ির কালীপুজোর আয়োজন
লন্ডনের তীব্র ঠান্ডায় শুটিংয়ে পিছিয়ে গেল দেব-মিঠুনের ছবির শুটিং
কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে আমির খানকে