ফার্মহাউস থেকেই খাদ্যসামগ্রী বন্টন করলেন বলিউডের ভাইজান সলমন খান। সঙ্গে ছিলেন ইউলিয়া এবং জ্যাকলিন-সহ আরও অনেকেই। সূত্রের খবর, বন্ধুবান্ধবদের নিয়ে পানভেলের ফার্মহাউসে ছুটি কাটাচ্ছিলেন সলমন। লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, ফার্মহাউস লাগোয়া স্থানীয় এলাকাগুলিতে বসবাসকারী দুস্থ, বিপন্নদের জরুরি খাদ্যদ্রব্য সরবরাহ করবেন। সেই মতোই উদ্যোগ নেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সলমন। তাতে দেখা যাচ্ছে, পানভেলে নিজের ফার্মহাউস থেকে দুস্থদের দৈনন্দিন জরুরি খাদ্যসামগ্রী সরবরাহ করছেন বলিউডের এই তারকা। এই কাজে তাঁর সঙ্গী হয়েছেন আরও একঝাঁক সেলিব্রিটি, যেমন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, অভিনেত্রী ওয়ালুশা ডি’সুজা, গায়ক কামাল খান এবং আরও অনেকে। তালিকায় উজ্জ্বল উপস্থিতি রয়েছে সলমনের ‘বান্ধবী’ ইউলিয়া ভান্তুরেরও।