ফল কিনতে বেরিয়ে প্রতিবেশীর হাতে হেনস্তার শিকার হলেন দিল্লির সফদরজং হাসপাতালের দুই মহিলা চিকিৎসক। শুধু তাই নয় অল্পবিস্তর মারধরও করা হয় বলে তাদের অভিযোগ। দিনের পর দিন করোনার প্রকোপের হাত থেকে বাঁচতে যখন নিজেদের গৃহবন্দি করে নিয়েছে মানুষ, ঠিক সে সময় করোনা ভাইরাসকে রুখতে অক্লান্ত পরিশ্রম করছেন চিকিৎসকেরা। আর এবার তাদেরই হেনস্থার শিকার হতে হল।
সূত্রের খবর, স্থানীয়দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা এবং ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হেনস্থার শিকার ওই মহিলা চিকিৎসকেরা বলেন, “বুধবার সন্ধেয় দিল্লির গৌতম নগরের বাজারে ফল কিনতে গিয়েছিলাম। বাড়ির বাইরে পা রাখা মাত্রই একজন ব্যক্তি আমাদের দেখে চিৎকার শুরু করল। সকলকে আমাদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য সাবধান করতে শুরু করে। আমরা অবাক হয়ে যাই। ওই ব্যক্তি বলতে শুরু করেন আমরা করোনা ভাইরাস ছড়াতে এসেছি। আমরা প্রথমে চুপ করেছিলাম। পরে প্রতিবাদ করতে শুরু করি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই রাস্তায় বেরিয়েছি বলেই জানাই। কিন্তু ওই ব্যক্তি সেকথা কানেই নিতে চান না। কথা কাটাকাটি শুরু হয়ে যায় আমাদের। এরপরই ওই বাজারে থাকা বেশ কয়েকজন আমাদের উপর হামলা করে।”
যার ফলে সামান্য চোটও পেয়েছেন তারা। এরপরই তারা হামলাকারী প্রতিবেশীর বিরুদ্ধে এফআইআর করেন।