নিজেস্ব প্রতিনিধি, প্রয়াত হলেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি দিনদয়াল কল্যানী। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাবার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার পরিবার সুত্রে জানা গেছে, এদিন রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট উঠলে তাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার পথেই নিজের গাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। এদিকে তিনি রায়গঞ্জ পৌরসভার দুবার উপ-পৌরপতি এবং তারপর একবার রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা ছিলেন। বর্তমানে রায়গঞ্জ পৌরসভার ১৮নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি ২০০৫ সালে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি রায়গঞ্জের কল্যানী গ্রুপের প্রধান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৯বছর। এদিন তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে জেলাজুড়ে।