প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়. তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন ছেলে ও প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। মৃত্যুকালে প্রাক্তন রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৮৪ বছর। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। ১৩ অগস্ট থেকে কোমায় ছিলেন তিনি। শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণও. ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনি সমস্যারও চিকিৎসা চলছিল। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্থ, বিদেশ, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ২০১২-২০১৭ দেশের ১২ তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমুখ. অবসান হল ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের.