প্রয়াত হলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। পরিবার সূত্রে জানতে পারা গেছে দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। তবে বেশ কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া টলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক চলচ্চিত্র এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তপন সিনহার রাজা সিনেমা দিয়েই শুরু সন্তু মুখোপাধ্যায়ের অভিনয় কেরিয়ার। এরপর বৈকুণ্ঠের উইল, মান অভিমান, দেবদাস সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।