বলিউডে ফের মৃত্যু সংবাদ! প্রয়াত হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও কুলমিত মাক্কার। শোকের ছায়া অব্যাহত বলিমহলে। শুক্রবার কুলমিতের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সভাপতি অশোক পণ্ডিত। সূত্রের খবর, লকডাউনের জেরে হিমাচল প্রদেশের এক ধর্মশালায় আটকে পড়েছিলেন কুলমিত। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন প্রযোজক করণ জোহর, পরিচালক হনসাল মেহেতা, অভিনেতা ফারহান আখতার, সঞ্জয় সুরি এবং অশোক পণ্ডিত-সহ বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্ত্বরা। হিন্দি টেলিভিশন জগতে তাঁর অবদান অনস্বীকার্য। সারেগামা, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, বিগ মিউজিক অ্যান্ড হোম এন্টারটেইনমেন্টের সিইও ছিলেন একসময়ে তিনি।