April 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়

প্রয়াত বিশিষ্ট নাট্যবক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়৷ দক্ষিণ কলকাতার তাঁর নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫৷ জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে তাঁর ভাই মারা যান৷ তারপর থেকেই তিনি মানসিক চাপে ভুগছিলেন৷ চিকিৎসকের কথায় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর৷ সাতের দশকে কলকাতার থিয়েটারে কাজ শুরু করেন এই নাট্যব্যক্তিত্ব। মূলত হিন্দি নাটকের জন্যই তিনি জনপ্রিয়। বাংলাতেও তাঁর অসজস্র গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ১৯৭০ সালে মঞ্চস্থ হয় তাঁর প্রথম নাটক ‘মিট্টি কি গাড়ি’। ‘রঙ্গকর্মী’ নাট্যদল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এবছর ‘রঙ্গকর্মী’র ৪০ বছর পূর্ণ হল। তাঁর ‘রঙ্গকর্মী’ প্রযোজিত বিখ্যাত নাটক হল ‘কোর্ট মার্শাল’, ‘রুদালি’, ‘অন্তর্যাত্রা’, ‘মহাভোজ’ ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নাট্যজগতে।