September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রেমিককে হোয়াটসঅ্যাপে গলায় ফাঁস দেওয়া ছবি পাঠিয়ে আত্মঘাতী যুবতী

হুগলির উত্তরপাড়ায় এক যুবতীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, প্রেমিককে গলায় ফাঁস দেওয়া ছবি হোয়াটসঅ্যাপ করে আত্মঘাতী হলেন রিমা পাল নামে এক যুবতী। ঘটনাটি এলাকায় জানাজানি হতেই এলাকাবাসী ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্ত প্রেমিকের বাড়িতে। জানা গিয়েছে, পেশায় মার্বেল মিস্ত্রি পঞ্চানন দাসের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল মৃতা রিমা পালের। উচ্চশিক্ষিতা রিমা কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিয়ের কথাও চলছিল। যদিও, বিয়েতে আপত্তি ছিল রিমার পরিবারের। আর সেই থেকেই শুরু হয় অশান্তি।

তবে ঘটনা প্রসঙ্গে রিমার পরিবারের অভিযোগ, ঘটনার দিন মঙ্গলবার একা থাকা কালিন বাড়িতে দেখা করতে গিয়েছিল পঞ্চানন। তারপর তিনি বেরিয়ে যাওয়ার পরই নিজের ঘরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন রিমা। তাদের আরো অভিযোগ, অভিযুক্ত প্রেমিক পঞ্চানন প্রায়ই বাড়িতে এসে টাকা চাইতেন বোনের কাছে। না দিলেই মারধর করতেন। বোন রিমা পালের আত্মহত্যার জন্য প্রেমিক পঞ্চানন দাসকেই দায়ি করেছেন দিদি। যদিও অন্যদিকে অভিযুক্ত পঞ্চানন দাসের পরিবারের দাবি, মার্বেল মিস্ত্রির সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে না নেওয়াতেই আত্মঘাতী হয়েছেন রিমা পাল। তবে ঘটনায় রিমার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ।