December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মানেই বক্স অফিস বাম্পার

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’র (Ajogya) পয়লা মুক্তিপ্রাপ্ত গানেই বোঝা গেল, এই ছবি সম্পর্কের জটিল ধাঁধা নিয়ে। যেখানে শৈশবের বন্ধুত্ব-প্রেম পেরিয়ে দাম্পত্যের অন্য সমীকরণ দেখা গিয়েছে। গানের ভিডিওর মাধ্যমেই সিনেমার চরিত্রদের নামও প্রকাশ্যে এল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম প্রসেন, ঋতুপর্ণা রয়েছেন পর্ণার চরিত্রে। আর শিলাজিৎকে দেখা যাবে পর্ণার স্বামী রক্তিমের ভূমিকায়।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মানেই বক্স অফিস বাম্পার। উত্তম-সুচিত্রা জুটির পরই বাংলা সিনেমার দর্শকদের মনে তাঁদের স্থান। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি ৫০ তম ছবিটি তৈরি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্য়েই এই ছবির ঝলক দেখেছেন অনুরাগীরা। এবার নতুন খবর হল, ‘অযোগ্য’র পর ফের কৌশিকের নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা! টলিপাড়ায় সূত্রের খবর, প্রযোজক সংস্থা নন্দী পিকচার্সে পরের ছবিতেই নাকি কৌশিক, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করবেন। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’। তবে এখনই এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ছবির টিম। মুখে কুলুপ এঁটেছেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ, কৌশিকরা।