July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রশ্নপত্র ফাঁস রুখতে মরিয়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, কড়া নজরদারিতে শুরু পরীক্ষা

সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আর এই আবহেই বৃহস্পতিবার শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু এক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা পাকা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলবে ২৭ মার্চ অবধি। সেই উপলক্ষে বেশকিছু কেন্দ্রে চালানো হচ্ছে সিসিটিভির নজরদারি। সিসি ক্যামেরা রাখা থাকবে নজর এড়ানো জায়গায়। যেটি জানবেন একমাত্র সেই শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক। প্রতিটি জেলার জেলাশাসকের কাছে চিঠি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় নজরদারি চালানোর কথা বলা হয়েছে। কোনওরকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে কিনা তার দিকেও নজরদারি চলবে।

পরীক্ষাকেন্দ্রগুলোয় জারি থাকবে ১৪৪ ধারা। এমনকি বেশকিছু পরীক্ষা চলাকালিন বন্ধ রাখা হবে বেশ কিছু জায়গার নেট পরিষেবাও। পরীক্ষার শুরুর আধ ঘণ্টা আগে হলে ঢুকতে হবে। প্রথম এক ঘণ্টা পরীক্ষাকেন্দ্রের বাইরে যাওয়ার অনুমতি মিলবে না। একই নিয়ম চালু থাকছে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক, সংসদ প্রতিনিধি থেকে সকলের ক্ষেত্রেই। এত বজ্রআঁটির পর এবার প্রশ্নপত্র ফাঁস আঁটকানো নিয়ে যথেষ্ট আশাবাদী সংসদ।