উৎসবের মৌসুমে দাপিয়ে ব্যাট করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ | জানা গিয়েছে এবার ইন্দোনেশিয়ায় ইতিহাস করতে চলেছে এই সিনেমা | এই প্রথম কোন বাংলা সিনেমার স্ক্রিনিং হচ্ছে সেখানে | রক্তবীজের অভিনয় করতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে |
তবে এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সিনেমা যাত্রা করল প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দ্বীপ রাষ্ট্র | এই ছবি প্রকাশ হওয়ার পরই বাঘাযতীন, দশম অবতারকে ছাপিয়ে গিয়েছে | দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়ে, রক্তবীজের বিজয়ের রথ ছুটেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় । গত ১৯শে অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবি | তা দেখতে আজও সিনেমা হলে ভিড় করছেন মানুষ | দেশের পাশাপাশি এবার বিদেশেও রমরোমিয়ে ব্যবসা করবে রক্তবীজ | ইন্দোনেশিয়ার কুয়ালালামপুরে এই ছবি স্ক্রীনিং হবে আগামী ১১ই ডিসেম্বর |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’