নির্বাচন কুশলী প্রশান্ত কিশোরকে ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা দিল রাজ্য সরকার। শোনা যাচ্ছে, দিন দিন রাজ্য রাজনীতিতে তাঁর প্রভাব এবং জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে পিকে যে কোনও সময় বিরোধীদের আক্রমণের শিকার হতে পারেন। এই আশঙ্কা থেকে আগেভাগে তাঁকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই পিকে’কে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার।
পুলিশ সূত্রের খবর, গত ২ ফেব্রুয়ারির রাজ্য প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করে পিকে’কে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রশান্ত কিশোর যেখানেই যাবেন, সেখানেই তাঁর সঙ্গে দুটি গাড়ির কনভয় এবং বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী থাকবেন। যদিও রাজ্য সরকারের পিকে’কে এই বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে চরম সমালোচনা করেছেন বিরোধীরা।