October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা

আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা | আজ সকালে ৬ঃ৪৫ মিনিটে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি | তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শেয়ার বাজার ও বাণিজ্যিক মহলে | ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

গত রবিবার শুরু হয়েছে তার স্বপ্নের বিমান সংস্থার উড়ান | আর মাত্র ৭ দিনের মধ্যেই আর এক রবিবারে ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন তিনি । মাত্র ৬২ বছর বয়সে তার জীবনের উত্থান সত্যিই রূপকথা |

প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি | এর পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন |