April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবেনা পাশ ফেল, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

করোনা পরিস্থিতির মধ্যেই শিক্ষা বিষয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয় এই শিক্ষাবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন পড়ুয়াকে ফেল করানো হবে না৷ইতিমধ্যেই সিবিএসসি বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে৷ এবার সেই পথেই হেঁটে এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় 15 ই মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ,কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান৷ পিছিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,সাথে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা৷ স্কুল বন্ধ থাকায় পঠন-পাঠনের বেশ কিছুটা সমস্যা হচ্ছে৷ করোনা পরিস্থিতি মিটিয়ে কবে স্কুল খোলা হবে সে বিষয়ে নিশ্চিত করে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি৷তার জেরে পঠন-পাঠনের দিক থেকে বেশ কিছুটা সমস্যায় পড়ছে স্কুলগুলি৷সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেনীতে ওঠা ছাত্রছাত্রীদের কিভাবে ক্লাস নেওয়া হবে তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷