October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রতিবছরের চিরাচরিত রেওয়াজে ছন্দপতন, পয়লা বৈশাখে কালীঘাটে পুজো দিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

পহেলা বৈশাখ মানেই বাঙালির নববর্ষ | এ বছর পহেলা বৈশাখে মা কালীর কাছে পুজো দিতে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | প্রতিবছরই তিনি নববর্ষে কালীঘাটের মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন | কিন্তু এখন করোনাভাইরাস এর দাপটের জেরে ছন্দপতন ঘটে চিরাচরিত কাজে | তা নিয়ে শনিবার নবান্নে আক্ষেপ প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী |

প্রতি বছর পহেলা বৈশাখের আগের দিন রাতে তিনি পূজো সেরে ফেলতেন কালীঘাটে| দীর্ঘ এই রীতির ছন্দপতন ঘটায় আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী | শনিবার তিনি জানান, “প্রতিবছরই মা কালীর কাছে যাই | এবার আর তা হবে না | আমি মা কালীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি” | এর সাথে সাথে তিনি রাজ্যবাসী উদ্দেশ্যে জানান, সকলকে বাড়িতে থাকতে এবং সতর্ক থাকতে | এ বছর বাড়িতেই নববর্ষ পালন করার এই বার্তা দেন তিনি |

করোনা ভাইরাসের দাপট বৃদ্ধি পাওয়ায় লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, “প্রধানমন্ত্রী 30 এপ্রিল পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন | আপনারা দয়া করে ঘরে থাকুন নিয়ম মেনে চলুন” |