রাজ্যবাসীর কাছে যাতে নিত্যদিনের শাকসব্জির যোগান ঠিকমত থাকে তাই বৃহস্পতিবার কলকাতার অন্যতম বৃহৎ কাঁচা বাজারের পাইকারি আস্তানা পোস্তা বাজার পরিদর্শনে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পোস্তা বাজারে গিয়ে তিনি সেখানকার ব্যাবসায়ীদের একাংশের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিংহ। রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে গণ্য করা হয় পোস্তাকে।
সেখানে তিনি নির্দেশ দেন যাতে কোনও ভাবে এই পাইকারি বাজার বন্ধ না থাকে। শুক্রবার ভোরবেলা থেকেই যাতে ওই বাজার স্বাভাবিক ভাবে কাজ করে তা দেখার নির্দেশ দেন তিনি। ডিপি সিংহকে তিনি জরুরি পণ্য সরবরাহের নোডাল অফিসার নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী। পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষা এবং দূরত্ব মেনে যাতে পণ্য বেচা-কেনার নির্দেশ দেন তিনি।
শুধু তাই নয়, বাজারে বিকিকিনির সময় যাতে সবাই একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব মেনে চলে তাই নিজেই রাস্তার পাশে পড়েথাকা ভাঙ্গা ইটের টুকরো তুলে নিয়ে রাস্তার উপর চিহ্নিত করে দেন।