পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়ার অবস্থা এখনও সঙ্কটজনক। দু’জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে। তাঁদের চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। শুক্রবার রাতে জখম ঋষভ সিংয়ের অস্ত্রোপচার করা হয়। তবে ৪৮ ঘন্টার পরেই জানা যাবে ঋষভের শারীরিক অবস্থা কেমন রয়েছে এমনটাই জানিয়েছেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা। আপাতত কৃত্রিম ফুসফুসের সাহায্যে শ্বাস নিচ্ছে ওই পড়ুয়া। অন্যদিকে, জখম আরও এক পড়ুয়া দিব্যাংশু ট্রমা কেয়ার ইউনিটে রয়েছে বলে জানা গিয়েছে। এবিষয়ে পুলিশের তরফ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গতি বাড়াতে পুলকারের স্পিড লিমিটারের তার খুলে নেওয়া হয়েছিল। জার জেরেই এই দুর্ঘটনা। ঘটনাটির আরও খতিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে শিশুদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে হাসপাতালে গিয়ে শিশুদের পরিজনদের সঙ্গে দেখা করেন মেয়র ফিরহাদ হাকিম।