June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রোলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ

কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। আজ কলকাতায় লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৫০ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। ভবানীপুরে রিকশ টেনে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন তিনি।  
মদন মিত্র বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, একদিকে একটা পার্টি রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল রিকশা চালককে রিকশতে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে।  
রিকশওয়ালাকে দেওয়া হয়েছে নতুন পঞ্জাবি। তিনি রিকশয় বসে রয়েছেন। যাতে গরম না লাগে সেজন্য হাওয়া করা হচ্ছে। আর রিকশা চালাচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁদের এই কর্মসূচীর পর রিকশা চালকের পা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হবে। এভাবে অভিনব প্রতিবাদের পাশাপাশি স্থানীয় লোকজনকে পাঁচ কেজি সব্জি এক টাকায় দেওয়া হয়।