নিজস্ব প্রতিনিধিঃ- এবার নোবেল করোনা ভাইরাসের সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পথে নামল বিজেপি নেতৃত্ব। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এলাকায় পথচারী এবং বাস-ট্রেকারের যাত্রীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হল।
শনিবার এগরা-১ ব্লকের কুদি কালীমন্দিরের সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ দিন দু’হাজার মাস্ক ও সাবান বিলি করা হয় সংগঠনের তরফে। পাশাপাশি শিশু ও বয়স্ক নাগরিকদের মাস্ক পরিয়ে দেন সমাজ সেবী তথা সংগঠনের জেলা সহ-সভাপতি সূর্যকান্ত দাস।
এর পাশাপাশি মহা মারীর নোবেল পড়না ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেচেদা বাজারে এলাকার এক স্বেচ্ছা সেবী সংস্থা ফেথ্ এন্ড হোপ চ্যারি টেবল ট্র্যাস্ট পক্ষ থেকে নোবেল করোনা ভাইরাস সচেতনতা শিবির আয়োজন করা হয়, এই দিন এলাকার মানুষের হাতে তুলে দেয়া হয় সাবান ও মাক্স।
এছাড়াও সাধারণ মানুষের প্রতি এই সংগঠনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে নানান ভাবে, এই দিনেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেলিম আলী মহাদয় ও শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা সমন্ত রায়, বিশিষ্ট সমাজ সেবী জনাব ইউনুস আলী মহাদয় সহ অনেক নেতৃত্ব বৃন্দ।