দিনে দুপুরে পুলিশ সেজে মহিলাকে কায়দা করে তাঁর গা থেকে গয়না খুলিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, মালদা পুলিশ লাইনের সামনে। সূত্রের খবর, এদিন টোটোয় করে যাচ্ছিলেন গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাস। ঠিক পুলিস লাইনের সামনে টোটো আটকায় পুলিসের পোশাক পরা দুই ব্যক্তি। এরপর ওই মহিলাকে বলেন চারিদিকে ছিনতাই হচ্ছে এই সময় এত গয়না পরে বাইরে বেরোনো ঠিক হয়নি। তাই ওই মহিলাকে সব গয়না খুলে ব্যাগে ভরে রাখতে বলে দুস্কৃতীরা। ওই মহিলা গয়না খুলতে না চাইলে তারাই জোর করে গয়না খুলে, একটি কাগজের প্যাকেটে মুড়ে, গয়না ফেরত দেন। বাড়ি ফিরে ওই মহিলা কাগজের প্যাকেট খুললে দেখতে পান সোনার গয়না বদলে গিয়েছে প্লাস্টিকের চুরিতে। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটির তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।