July 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুলিশ ভ্যানের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম বাইক আরোহী

মালদা ঃ- পুলিশ ভ্যানের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর ভাবে জখম বাইক আরোহী। মালদহের চাঁচল মালদা ৮১নং জাতীয় সড়কের চাঁচল কৃষ্ণগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার জেরে প্রচুর যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। থমকে যায় সমস্ত ধরনের যানবাহন। ঘটনস্থলে চাঁচল থানার পুলিশ।

পুলিশ ও প্র্যক্ষদর্শীদের থেকে জানা যায়, জখম ওই বাইক চালকের নাম স্বপন মণ্ডল (৪২) বাড়ি সামসী এলাকায়। তিনি চাঁচল মহকুমা আদলতের মহরিল। বর্তমানে সে গুরুত্বর জখম অবস্থায় মালদা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন চাঁচল থানা থেকে পুলিশের একটি পুলিশ কর্মী ফাঁকা ভ্যান মালদা পুলিশ লাইনে যাচ্ছিল উল্টো দিক থেকে বাইকটি সামসী থেকে চাঁচলের দিকে আসছিল। ওই সময় চাঁচলের কৃষ্ণগঞ্জ এলাকায় ৮১নং জাতীয় সড়কের উপরে পুলিশ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে।

তবে চাঁচল থানার পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ভ্যাটির যান্ত্রিক গোলযোগের জন্য চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে ওই চালকের সমস্ত ধরনের চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে জখম চালকের পরিবারের সদস্যদের সাথে।