July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুলিশের হাতে ধরা পড়লেন দেশদ্রোহিতায় অভিযুক্ত জেএনইউয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমাম

দিল্লির শাহিনবাগে বিতর্কিত ভাষণের জন্য জেএনইউয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমামের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে জেএনইউ প্রাক্তনী শার্জিল ইমাম অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ডাক দিচ্ছেন। তিনি বলছেন, “আমরা ৫ লক্ষ মুসলিম একসঙ্গে হয়ে অসম-সহ উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। স্থায়ীভাবে না হলেও কয়েক মাসের জন্য তো করতেই পারব। উত্তরপূর্ব ভারত বিচ্ছিন্ন হলে তবেই কেন্দ্র সরকার আমাদের কথা শুনবে।” আসলে, অসমে এনআরসি বিরোধিতায় মুসলিমদের একত্রিত হয়ে আন্দোলন করার ডাক দিচ্ছিলেন শারজিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শারজিলের বিরুদ্ধে মোট ৫ রাজ্যে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়।

এরপর দিল্লি-বিহার এবং উত্তরপ্রদেশ পুলিশ একটি যৌথ দল তৈরি করে। ওই বিশেষ দলটি অন্য রাজ্যে গিয়েও তল্লাশি চালায়। দিল্লি পুলিশের পাঁচটি দল বেরিয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। দিল্লি, মুম্বই, পাটনায় শুরু হয় তল্লাশি। সোমবার বিহারের জেহানাবাদে যায় তিন রাজ্যের পুলিশের ওই বিশেষ দল। মঙ্গলবার আটক করা হয় শারজিলের ভাইকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সম্ভব শারজিল সম্পর্কে তথ্য পায় পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হয়েছে জেএনইউয়ের প্রাক্তন ছাত্রকে।