October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুরসভার সাফাই কর্মীদের মধ্যে মাস্ক বিলি করলেন, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়

করোনা ভাইরাসের দাপটে জেরবার গোটা দেশ৷ করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার৷ কিন্তু যতো দিন যাচ্ছে ক্রমশ রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বেড়ে গেছে মাস্ক ও স্যানিটাইজার এর ব্যবহার৷ ফলে বাজারে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে মিলছেনা মাস্ক ও স্যানিটাইজার৷ বাজারের চাহিদা পূরণ করতে উদ্যোগী হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ কলকাতার গড়িয়াতে দলীয় কর্মীর বাড়িতে মাক্স তৈরি করে সেই মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন লকেট চট্টোপাধ্যায়৷ বিজেপির এক মহিলা মোর্চা নেত্রীর বাড়ি গড়িয়াতে, সেখানেই তৈরি হচ্ছে মাস্ক৷এরপর সেখান থেকেই মাক্স নিয়ে তা সাধারণ মানুষের মধ্যে বিলি করেন লকেট চট্টোপাধ্যায়৷তার সংলগ্ন এলাকায় এবং কলকাতা পুরসভার সাফাই কর্মীদের মধ্যে এই মাস্ক বিলি করেন লকেট চট্টোপাধ্যায়। দেশের এই করুন পরিস্থিতিতে করোনাকে প্রতিহত করতে উদ্যোগী সকলেই৷