পুরভোটের আগে উত্তর-পূর্ব দিল্লির হিংসাকে হাতিয়ার করে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, বুধবার বেলা ৩টে থেকে ৪টার মধ্যে রাজ্যের ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করবে তৃণমূল কংগ্রেস। দিল্লির গণহত্যার প্রতিবাদ জানানো হবে মিছিলে। পুরভোটকে বিধানসভার সেমি ফাইনাল মানছে তৃণমূল। তাই ভোটকৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। এদিন ওই বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন,” সাংগঠনিক আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।”
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা,ইমেজ ও কাজ দেখে প্রার্থী বাছাই করবে দল। কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন, সে ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সংরক্ষণের কারণে কোনও আসনে প্রার্থী বাদ পড়লে, তাঁর পরিবারের কেউ টিকিট পাবেন এমন আশা করবেন না। টিকিট না পেয়ে কেউ দল ছাড়তে চাইলে, যেতে পারেন। দলের নেতারা মনে করেন শহুরে জনতার মন জয় করতে দলের পারফরম্যান্স যতটা জরুরি, তারচেয়ে ঢের গুরুত্বপূর্ণ কাউন্সিলরদের দৈনন্দিন ব্যবহার। সেই জায়গাতেই জোর দিতে চাইছে ঘাসফুল শিবির।