নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শহরে মাস্টার প্লানিংয়ের কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরভবনে মাস্টার প্ল্যানিং নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠক শেষে এদিন মেয়র বলেন, ”শহরে ঘিঞ্জি, জনবসতিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যর নজরদারি রাখতে মাস্টার প্লানিং করা হচ্ছে। গড়না মহামারী আকার যাতে না নেয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডের অসুস্থ ব্যক্তিদের ফোন করে প্রতিনিয়ত স্বাস্থ্যের খবরা খবর নেবে কলকাতা পুরসভা।” তিনি আরও জানান, ‘ওয়ার্ডে অসুস্থ ব্যক্তিদের ফোন নম্বর সংগ্রহ করে বোরো ম্যানেজার ও ডেপুটি ম্যানেজাদের কাছে পাঠাবেন স্বাস্থ্যকর্মীরা। সেই নম্বরে ফোন করে প্রতিদিন অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের খবরা খবর রাখবেন বোরোতে নিযুক্ত ডেপুটি ম্যানেজার।’